গৌড়করণ নুরুল ইসলাম দাখিল মাদ্রাসা কুলাউড়া, মৌলভীবাজার। EIIN:130163 কেন্দ্র কোড:18725 MPO Index: প্রতিষ্টাকাল: ১৯২৯ খ্রীঃ
প্রতিষ্টাতা সভাপতি: মরহুমমাওঃমোঃআরজানআলী
প্রতিষ্টাকালীন প্রধান শিক্ষক:
প্রতিষ্ঠা কালীন প্রেক্ষাপট: মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার ০২ নং ভূকশিমইল ইউনিয়নের ০৭ নং ওয়ার্ডের হাকালুকির দক্ষিণ পার্শ্বে অবস্থিত গৌড়করণ নুরুল ইসলাম দাখিল মাদ্রাসা। অত্র মাদ্রাসাটি প্রতিষ্ঠিত হয় ১৯২৯ ইংরেজি। মাদ্রাসার প্রতিষ্ঠাতা মরহুম মাওঃ মোঃ আরজান আলী সাহেব। তিনি স্বপ্নযোগে দেখেন যে, রাাসুল (সঃ) তিনির হাতে একটি আপেল তুলে দিয়ে বলেন ঐ আপেলটি মানুষের মধ্যে বন্টন করে দিন। সকালে ঘুম থেকে উঠে ঘুম ভাঙ্গার পর তিনি ভাবতে লাগলেন যে, তিনি কী স্বপ্ন দেখলেন তার তাবির বা কী? পরের দিন তিনি এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গকে জমায়ত করে একটা পরামর্শ সভা করে স্বপ্নের কথা ব্যক্ত করলেন। সভায় পরমর্শ করে একমত হলেন যে, স্বপ্নের তাবীর হিসাবে দ্বীনি জ্ঞান কিভাবে মানুষকে শিক্ষা দেওয়া যায়।
সভায় যখন আলোচনার মাধ্যমে সর্বসম্মতি ক্রমে সিদ্ধান্তে উপনীত হলো যে, একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করা আবশ্যক। বিধায় মাওলানা মোঃ আরজান আলী সাহেব তাহার বাড়ি সংলগ্ন নিজ ভূমিতে একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করেন এবং এবং মাদ্রাসার নামকরণ করা হয় গৌড়করণ নুরুল ইসলাম দাখিল মাদ্রাসা। মাদ্রাসাটি প্রথম অবস্থায় জুনিয়র ৮ম শ্রেণি পর্যন্ত ছিল। তারপর ১৯৯৭ ইং তারিখে মাদ্রাসাটি দাখিল হিসেবে স্বীকৃতি লাভ করে। ২০০০ সালে মাদ্রাসাটি এমপিও ভূক্ত হয়। এখানে দক্ষ ও অভিজ্ঞ শিক্ষকের মাধ্যমে পাঠদান কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। বর্তমান প্রতিষ্ঠানে নিয়মিত শিক্ষার্থী সংখ্যা...... জন।
শিক্ষার গুণগতমান ও শৃঙ্খলার সাথে পুরো ক্যাম্পাস সিসি ক্যামেরার অর্ন্তভূক্ত করা হয়েছে। প্রতিষ্ঠানটির পাশের হার ভালো। প্রতি বছর এই প্রতিষ্ঠান থেকে পাশ করে শিক্ষার্থীরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কলেজে এবং আলিয়া ম্দারাসা ভর্তি হয়। এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উচ্চ শিক্ষা লাভ করে দেশের বিভিন্ন স্কুল মাদ্রাসা এবং অফিস আদালতে দায়িত্ব পালন করতেছে। নিয়মিত শিক্ষা ক্রমের পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করে শিক্ষার্থীর নৈতিকতা, আদর্শ ওপর পরমতসহিষ্ণুতা সুন্দর পরিবেশ পাচ্ছে। তাছাড়া ক্রীড়া ক্ষেত্রে ও প্রতিষ্ঠান ভালো পর্যায়ের শীর্ষস্থান অধিকার লাভ করছে।
সর্বপরি বলা যায় শিক্ষা বঞ্চিত, দারিদ্র নিপীড়িত স্বল্প আয়ের মানুষের সন্তানদের শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে মরহুম মাওলানা মোঃ আরজান আলী সাহেব এই প্রতিষ্ঠান কে নিয়ে, যে স্বপ্ন দেখতেন সকলের সহযোগিতায় আজ তা পূর্ণ হতে চলছে। পরিশেষে প্রতিষ্ঠাতার মাগফিরাত কামনা করে মাদ্রাসার ইতিহাস সংক্ষিপ্ত আকারে প্রকাশ করে সম্পত্তি ঘোষনা করা হলো।